রেকর্ড গড়তে মেসির মায়ামির প্রয়োজন ২ পয়েন্ট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১২:১৭ PM
মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড থেকে আর এক ম্যাচ দূরে ইন্টার মায়ামি। সর্বশেষ টরন্টো এফসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ডের আরও কাছে নিয়ে গেছে তারা। এখন লিওনেল মেসির মায়ামির প্রয়োজন ২ পয়েন্ট।
ম্যাচের একমাত্র গোলটি হয়েছে শেষ দিকে, ৯৩ মিনিটে। লুইস সুয়ারেজের পাস থেকে জাল কাঁপান ফরোয়ার্ড লিওনার্ডো কাম্পানা। যা মৌসুমে তার অষ্টম গোল।
ম্যাচের শুরু থেকেই বড় তারকাদের বেঞ্চে বসিয়ে রেখে মাঠে নামে মায়ামি। শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসিও। আর্জেন্টাইন তারকাকে ৬১ মিনিটে নামানো হয়। এই জয়ে মায়ামির পয়েন্ট ৭১। হাতে রয়েছে আর একটি ম্যাচ।
মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিউ ইংল্যান্ড রেভোলিউশনের। ২০২১ সালে ৭৩ পয়েন্ট পায় তারা। ফলে শেষ ম্যাচে একটি জয় পেলেই ইন্টার মায়ামি সেই রেকর্ড ভেঙে ৭৪ পয়েন্ট অর্জন করবে। মেসির দল এরই মধ্যে সাপোর্টার্স শিল্ড জিতে ইতিহাস গড়েছে।
মায়ামির জয়সূচক গোলটি ছিল লক্ষ্য বরাবর তাদের দ্বিতীয় শট। জয়ের পর মায়ামি মিডফিল্ডার জুলিয়ান গ্রেসেল বলেছেন, তাদের লক্ষ্য এখন পয়েন্টের রেকর্ড অর্জন, ‘যদি বলি এটার কোনও গুরুত্ব নেই, তাহলে সেটা হবে মিথ্যা। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলার জন্য আমাদের এখন একটা লক্ষ্য আছে। ফলে রেকর্ডময় মৌসুম হিসেবে শেষটা করতে পারলে সেটা হবে দারুণ ব্যাপার।’