কেইনের হ্যাটট্রিক, মুসিয়ালার দ্রুততম গোল

বায়ার্নের গোল উদযাপন
বায়ার্নের গোল উদযাপন  © ব্লিচার রিপোর্ট ফুটবল

মাত্র তিনদিন আগেই জাতীয় দলের হয়ে জোড়া গোল করে শততম ম্যাচ রাঙিয়েছেন হ্যারি কেইন। এবার নিজের ক্লাব বায়ার্ন মিউনিখে এসে হ্যাটট্রিক করলেন ইংলিশ ফুটবলার। জার্মান বুন্দেসলিগায় কেইনের হ্যাটট্রিকের দিনে হোলস্টেইন কিয়েলকে ৬-১ গোলে উড়িয়ে গোল উৎসব করেছে বায়ার্ন।

ম্যাচের মাত্র ১৪ সেকেন্ডে মাঠে আসা দর্শকরা কিছু বুঝে উঠার আগেই জামাল মুসিয়ালার গোল। এই তরুণ ফরোয়ার্ডের ১৪ সেকেন্ডে করা গোলটি বুন্দেসলিগা ইতিহাসের তৃতীয় দ্রততম। এরপর ম্যাচ জুড়েই গোলের বন্যা দেখেছে পুরো স্টেডিয়াম। যার মূল নায়ক হ্যারি কেইন। হ্যাটট্রিক করেছেন ইংলিশ এই তারকা। একই সাথে গোলের দেখা পেলেন বুন্দেসলিগার ১৮ টি দলের সবকটির বিপক্ষেও। মুসিয়ালার পাশাপাশি এই ম্যাচে একবার করে জালের দেখা পেয়েছেন রেমবার্গ ও মাইকেল ওলিস।

আরও পড়ুন: ভিনি-এমবাপ্পের দুই পেনাল্টিতে জয় রিয়ালের

দাপুটে এ জয়ে চার ম্যাচের চারটিতে জিতেই লীগ টেবিলে শীর্ষে উঠে এল ভিনসেন্ট কোম্পানি শিষ্যরা। অন্যদিকে বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন। হফেনহেইমের মাঠে জাবি আলোনসোর দলের জয় ৪-১ গোলের। বড় জয়ে জোড়া গোল করেছেন বোনিফাসে। এ ছাড়া লেভারকুসেনের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেছেন টেরিয়ের এবং ভাইরটজ। হফেনহেইমের একমাত্র গোলটি বেরিশার।


সর্বশেষ সংবাদ