বাংলাদেশ-পাকিস্তান টেস্ট: যেমন থাকবে দ্বিতীয় দিনের আবহাওয়া

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট  © সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের রাউয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে শুক্রবার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় একটি বলও গড়ায়নি। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় দিনের আবহাওয়া কেমন থাকবে সেই প্রশ্ন উঠেছে। 

আবহাওয়ার পূর্বাভাস অবশ্য ক্রিকেট সমর্থকদের আশা দেখাচ্ছে। আবহাওয়া নিয়ে আকুওয়েদারের পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডির আবহাওয়া গতকালের চেয়ে ভিন্ন থাকবে। যেখানে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। ফলে রাওয়ালপিন্ডিতে রৌদ্রোজ্জ্বল একটি দিন দেখার কথা রয়েছে। ফলে আজ নির্ধারিত সময়েই শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তানের খেলা। তবে টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের খেলায় ফের বৃষ্টি হানা দিতে পারে।

তবে আরেকটি প্রতিকূলতার মুখোমুখি হতে হবে ক্রিকেটারদের। দ্বিতীয় বৃষ্টি না হলেও সমস্যা হিসেবে দেখা দিতে পারে অতিরিক্ত গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা খেলা। সেই সময় রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দিন যত গড়াবে সেই তাপমাত্রা বাড়ার কথা রয়েছে।

এর আগে সিরিজের প্রথম টেস্টও হয়েছিল এই ভেন্যুতে। ওই ম্যাচেও প্রথমদিনের অর্ধেক সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, যদিও পরে ৪১ ওভারের খেলা হয়। বাকি চারদিনের লড়াই শেষে প্রথমবারের টেস্টে পাকিস্তানকে হারানোর ইতিহাস গড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল জিতে নেয় ১০ উইকেটের বড় ব্যবধানে। ফলে দ্বিতীয় টেস্ট দিয়ে তাদের সামনে সিরিজ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে। সব ঠিক থাকলে শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় দুই দল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামবে।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৩ রান করলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ফরম্যাটে ৬ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন মুশফিক। এখন পর্যন্ত ৮৯টি টেস্টে। ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৯ দশমিক ১১ গড়ে ৫৮৬৭ রান করেছেন মুশফিক। মুশফিকের পর বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান আছে তামিম ইকবালের। ৭০ টেস্টে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান করেছেন সাবেক টাইগার অধিনায়ক। 

বাংলাদেশের পক্ষে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে আছেন শুধু মুশফিক ও তামিমই। এ ছাড়া ৩৪ রান করতে পারলে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দ্বিতীয় মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে ১৫ হাজার ১৯২ রান করেছেন তামিম। এই মুহূর্তে মুশফিকের রান ১৫ হাজার ১৫৯।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence