সৃষ্টিকর্তা রিফাতের পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিক: সালাহ

০৭ জুলাই ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
আহমেদ রিফাত

আহমেদ রিফাত © টিডিসি ফটো

হার্ট অ্যাটাকের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মিশর জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। গতকাল শনিবার (৬ জুলাই) সকালে মারা যান ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। মৃত্যুর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার ক্লাব মডার্ন ফিউচার এফসি। 

জানা যায়, স্বাস্থ্যের গুরুতর অবনতির ফলে মিশরীয় জাতীয় দলের এই খেলোয়াড় মারা গেছেন। এর আগে ২০২৪ সালের ১১ মার্চ স্বাস্থ্য সংকটের পরে দীর্ঘদিন বেঁচে থাকার সংগ্রাম করে আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।’ সেদিন মিশরীয় প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন  ৮৮ মিনিটে মাঠেই অজ্ঞান হয়ে হার্ট অ্যাটাক করেন রিফাত। পরে হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয় তাকে।

চিকিৎসকরা রিফাতকে ‘পেস-মেকার’ দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়। সেখানেই এতদিন রিফাতের চিকিৎসা চলছিল। রিফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিশর জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে সালাহ লিখেন, ‘সৃষ্টিকর্তা তার (আহমেদ রিফাত) পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ধরার শক্তি দিক।’ জাতীয় দলের হয়ে আহমেদ রিফাতের অভিষেক হয় ২০১৩ সালে, শেষ ম্যাচ খেলেন গত বছর। মিশরের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন রিফাত। ২টি গোলও করেছিলেন এই উইঙ্গার।

 
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমন নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দী…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকমীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬