ইউরো সেমিফাইনালে কে কবে কার মুখোমুখি

ইউরোর এবারের আসরের চার সেমিফাইনালিস্ট
ইউরোর এবারের আসরের চার সেমিফাইনালিস্ট  © সংগৃহীত

শেষ হল ইউরোর শেষ আটের লড়াই। এবারের আসরের চার সেমিফাইনালিস্ট হলো স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। সবশেষ দল হিসেবে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। এখন অপেক্ষা ফাইনালে ওঠার লড়াই। ফাইনাল হবে ১৪ জুলাই। 

শেষ চারের লড়াইয়ের আগে বিরতি পাচ্ছেন ফুটবলাররা। আগামী ১০ ও ১১ জুলাই হবে দুই সেমিফাইনাল। 

আগামী ১০ জুলাই জার্মানির মিউনিখে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে হবে ফ্রান্স ও স্পেন। দুই দলের জমজমাট লড়াই শেষে ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ডর্টমুন্ডে লড়বে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার ম্যাচ দুইটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল হবে ১৪ জুলাই। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।


সর্বশেষ সংবাদ