মায়ামি দুর্দান্ত হ্যাটট্রিক করে নজর কাড়লেন মেসিপুত্র

০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মাতেও মেসি ও লিওনেল মেসি

মাতেও মেসি ও লিওনেল মেসি © সংগৃহীত

পিএসজি ছেড়ে গত বছরের জুলাইয়ে মেজার লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে সেখানে পাড়ি দেন তার সন্তানরাও। সম্প্রতি মেসির দ্বিতীয় ছেলে মাতেও মেসি মায়ামি একাডেমির এক ম্যাচে হ্যাটট্রিক গোল করেছেন। যে ম্যাচের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

মেসি ও আন্তোনেলা রোকুজ্জো দম্পতির তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো। ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয় তার পরিবারও। বাবার কল্যাণে থিয়াগো, মাতেওরা সুযোগ পায় মায়ামির একাডেমিতে। অবশ্য ফুটবলীয় দক্ষতায় বাবার সঙ্গে সবচেয়ে বেশি মিল ৮ বছরের মাতেওর।

সম্প্রতি মায়ামি একাডেমিতে খেলা তার একটি ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হ্যাটট্রিক গোল তুলে নিয়েছে মাতেও। তবে ফুটবলপ্রেমীদের চোখ জুড়িয়েছে বাবা মেসির মতো তার ড্রিবলিং, বল দখল ও বল পাসের দক্ষতা। পার্থক্যটা কেবল শট নেয়ায়। মেসি যেখানে বাঁ পায়ে শট নিয়ে থাকেন সেখানে মাতেওর জোরটা ডান পায়ে বেশি। দলের হয়ে ইতোমধ্যে ১০ গোল করেছে এ ফরোয়ার্ড।

 বাবার মতো ফুটবলীয় দক্ষতা অর্জন করে এ বয়সেই অনেক ভক্ত পেয়েছে মাতেও। ভবিষ্যত তারকা হওয়ার সব সম্ভাবনাই আছে তার মধ্যে।

এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
 আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরি…
  • ৩১ জানুয়ারি ২০২৬
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬