ইতিহাস ভেঙে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় কামিন্স

প্যাট কামিন্স
প্যাট কামিন্স  © সংগৃহীত

আইপিএল নিলামের ইতিহাসে সর্বকালীন রেকর্ড দর গড়লেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখে বিক্রি হলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। আইপিএল নিলামে ইতিহাস তৈরি করে হায়দরাবাদে গেলেন তিনি। তাঁকে নিয়ে ব্যাপক লড়াই হল বেঙ্গালুরু, চেন্নাইয়ের মধ্যে। পরের দিকে বেঙ্গালুরুও হাল ছাড়ছিল। এত দিন সবচেয়ে বেশি দাম ছিল ইংল্যান্ডের স্যাম কারেনের। ১৮.৫ কোটির সেই রেকর্ড ভেঙে গেল আজ।

প্রথম সেটেই বিশ্বকাপজয়ীকে দলে নিল হায়দরাবাদ। চলতি বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতেছে প্যাট কামিন্সের অধিনায়কত্বে। টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতির কথা মাথায় রেখে কামিন্স এবার আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু তিনি যে দশগুণেরও বেশি টাকা পাবেন তা অপ্রত্যাশিত ছিল।

কামিন্সের নাম ছিল দ্বিতীয় সেটে। তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করে চেন্নাই সুপার কিংস। যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ৪.৮ কোটি টাকায় কামিন্সের যখন চেন্নাই সুপার কিংসে যোগদান পাকা হওয়ার দিকে এগোচ্ছে তখনই দর কষাকষিতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৫ কোটি টাকা দর হাঁকিয়ে।

এরপর দর কষাকষি চলতে থাকে আরসিবি ও সিএসকের মধ্যে। চেন্নাইকে টেক্কা দিয়ে ৭.৪ কোটি টাকা দর দেয় আরসিবি। সিএসকে দেরি করেনি ৭.৮০ কোটি টাকা দর দিতে। এরপরই আসরে নামে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সরে দাঁড়াতেই কামিন্সকে নিতে লড়াই চলতে থাকে বেঙ্গালুরু ও হায়দদরাবাদের মধ্যে।

কেকেআর হাল ছাড়ল দর কষাকষিতে! প্রথমেই পাওয়েলকে ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস ২০২৩ সালে কামিন্স আইপিএল খেলেননি। তার আগের বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। সেই কামিন্সকে নিতে জোর লড়াই চলতে থাকে আরসিবি ও এসআরএইচের মধ্যে। আইপিএল মিনি অকশনের ইতিহাসে ২০২১ সালে ক্রিস মরিসের দর উঠেছিল ১৬.২৫ কোটি টাকা। প্রথমে কামিন্সের দর সেই নজির টপকে যায়।

আরও পড়ুন: ২০২৪ আইপিএলে যোগ হচ্ছে নতুন নিয়ম 

এতদিন অবধি স্যাম কারানের জন্য পাঞ্জাব কিংসের খরচ করা ১৮.৫০ কোটি টাকাই ছিল নিলামের ইতিহাসে সর্বকালীন রেকর্ড দর। আরসিবি বনাম এসআরএইচের টক্করে সেই নজিরও ভেঙে যেতে বেশি সময় লাগেনি। সানরাইজার্স হায়দরাবাদ কামিন্সের জন্য ২০ কোটি টাকার দর দিতেই করতালিতে মুখরিত হয় অকশন হল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence