নাসুমকে চড় মারা প্রসঙ্গে পাপন বললেন ‘এটা ডাহা মিথ্যা’

০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

সাংবাদিকদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসুমকে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে’র চড় মারা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাকে বলা হয়েছে (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন।’

আজ শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্ট শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসুমকে চড় মারার বিষয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি জানি না। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিটি একটা টিভিতে প্রচার করার আগে। 

এর আগে বিশ্বকাপ চলাকালীন স্পিনার নাসুম আহমেদকে ‘শারিরীক হেনস্থার’অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। কদিন আগে নাসুমকে ডেকেছিল বিসিবির তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন তিনি। এরপর বিসিএল খেলতে গেছেন এই বাঁহাতি স্পিনার। 

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬