ভারত থেকে দেশে ফিরে এসেছেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © ফাইল ছবি

বিশ্বকাপের মাঝখানে ভারত থেকে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার সকালে ঢাকায় এসে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছেন তিনি। সেখানে ইনডোর স্টেডিয়ামে দেশের সনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কিছুক্ষণ অনুশীলন করেন সাকিব।

তবে ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলার আগ দিয়েই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে এডেন গার্ডেনস এ পরবর্তী ‍দুটি ম্যাচ খেলার জন্য মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল। কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তবে দলের সাথে বিমানবন্দরে না গিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। 

এবারের বিশ্বকাপ আসরে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভালো সূচনা করে বাংলাদেশ। তবে এরপর টানা চার ম্যাচে হেরেছে টাইগাররা। বিশাল ব্যবধানের সব হারের ফলে বর্তমানে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এ নিয়ে দেশজুড়ে ক্রিকেট সমর্থকরা করছেন তুমুল সমালোচনা।


সর্বশেষ সংবাদ