মাহমুদউল্লাহর দারুণ সেঞ্চুরি, বাংলাদেশের হার ১৪৯ রানে
- টিডিসি স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১০:১১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
শুরুতে ব্যাট করে কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেনের ঝড়ে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে হারের অপেক্ষায় বাংলাদেশ।
ওপেনার তানজিদ তামিম, তিনে নামা নাজমুল শান্ত এবং যথাক্রমে চারে ও পাঁচে নামা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম আউট হয়েছেন। পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ওপেনার লিটন দাস। তবে ছয়ে নামা মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন দারুণ সেঞ্চুরি। এর ফলে বড় ব্যবধানে হার কিছুটা কমেছে টাইগারদের।
মাহমুদউল্লাহ রিয়াদ ১১১ বলে ১১১ রান করে আউট হওয়ার পর ২৩৩ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল। আর হেরেছে ১৪৯ রানে।