ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের চাপ, পাওয়া যাচ্ছে না টিকিট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১০:১০ AM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ১০:১৭ AM
ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই যেন বিশ্বকাপের পালে হাওয়া লাগলো। এবারের বিশ্বকাপে দর্শকখরা চললেও আজকের খেলার টিকিটের জন্য হাহাকার লেগে গেছে।
১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামও চাহিদা মেটাতে পারছে না। দর্শকের চাপে আহমেদাবাদে হোটেল ভাড়াও বেড়ে গেছে ১০ গুণ । অতিরিক্ত হোটেল ভাড়া থেকে বাঁচতে স্বাস্থ্য পরীক্ষার নামে হাসপাতালের বিছানায় রাত কাটিয়ে দিচ্ছেন খেলা দেখতে আসা মানুষ।
গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ইনিংস বিরতির সময়ও স্টার স্পোর্টসে বেশি সময় আলোচনা হয়েছে আহমেদাবাদের আজকের এই ম্যাচ নিয়ে।
আরও পড়ুন: কিউইদের কাছেও হার টাইগারদের
ম্যাচপূর্ব উত্তাপ এতই বেশি যে ডেঙ্গুতে শয্যা নেওয়া শুভমান গিলকে গতকাল ৯৯ শতাংশ ফিট ঘোষণা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওদিকে ভিসাজট খুলে যাওয়ায় ৬০ ক্রীড়া সাংবাদিককে নিয়ে আহমেদাবাদের পথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ।
অবশ্য এত আয়োজন ও উত্তেজনার পেছনেও রয়ে গেছে একটি সাদামাটা একপেশে পরিসংখ্যান আর তা হলো এর আগে বিশ্বকাপে মোট সাতবার ভারতের মুখোমুখি হয়ে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।