বাংলাদেশে খেলবে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ AM
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শনিবার (২ সেপ্টেম্বর) টাইগারদের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসবে ব্ল্যাক ক্যাপসরা। ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বরে দিবারাত্রির তিনটি ওয়ানডের সবগুলোই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বেলা ২টা থেকে। এর আগে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসেছিল ব্ল্যাক ক্যাপসরা।
হাঁটুর চোটে থাকায় নিউজিল্যান্ড দলে উইলিয়ামসন নেই অনেকদিন ধরেই। বিশ্বকাপের ব্যস্ততা সামনে রেখে বিশ্রামে আছেন ল্যাথাম, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদি। তাই একদম দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে কিউইরা।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ডের ওয়ানডে দল :
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।