বাবর-ইফতেখারের সেঞ্চুরিতে পাকিস্তানের সংগ্রহ ৩৪২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ০৭:৪৪ PM
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাবর আজম এবং ইফতেখার আহমেদেরে সেঞ্চুরিতে নেপালে সামনে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পকিস্তান। নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩৪২ রান। বাবরের ১৫১ এবং ইফতেখার আহমেদের ১০৯ রানে ভর করে পাকিস্তান বড় সংগ্রহ পায়।
শুরুতে নেপালের বলিং তোপে ওপেনার দুই ব্যাটারকে হরায় পাকিস্তান। পরে বাবর-রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। ইমাম উল হকের পর দিনের দ্বিতীয় রানআউটের শিকার উইকেটে থিতু হয়ে যাওয়া মোহাম্মদ রিজওয়ান। সন্দ্বীপ লামিচানের বল কাভারে ঠেলেই সিঙ্গেল নিতে চেয়েছিলেন। প্রান্ত বদল পূর্ণ করার আগেই দিপেন্দ্রা সিং আইরের থ্রোয়িং থেকে ননস্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প ততক্ষণে উড়ে গেছে। ৫০ বলে ৪৪ করেছেন রিজওয়ান।
পরে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে লড়ে যান পাক অধিনায়ক। ক্রিজে এসেই মারমুখী হোন ইফতেখার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। অপরাজিত ১০৯ রান করতে খেলেন মাত্র ৭১ বল।
রেজওয়ানের পর আগা সামলমান বাবরকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেন নি। মাত্র ৫ রানে লামিচানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
এদিকে দলের বিপদ মুহুর্তে হাল ধরেন অধিনায়ক বাবর আজম। ক্যারিয়ারের ১৯ তম সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৩১ বলে করেন ১৫১ রান। বাবরকে ক্যাচ আউট করে ফেরান সম্পাল কামি।
নেপালের হয়ে দুই উইকেট নেন সম্পাল কামি। এছাড়া কারান এবং লামিচান নেন একটি করে উইকেট।