৪৫০ রানে হারল আর্জেন্টিনা!

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের কাছে ৪৫০ রানে হেরেছে আর্জেন্টিনা
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের কাছে ৪৫০ রানে হেরেছে আর্জেন্টিনা  © সংগৃহীত

আর্জেন্টিনার নাম শুনলে ফুটবল ছাড়া অন্য কিছুর কথা মাথায় আসেনা। তবে ফুটবলের দেশ খেলায় রানে হারে কিভাবে? তাও আবার সাড়ে ৪শ রানে। হ্যাঁ, এমনি এক ঘটনা ঘটেছে ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে সেটা ফুটবলে নয়, হয়েছে ক্রিকেটে। আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৪৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ৫১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানেই অলআউট হয় তারা। মাত্র ১৯.৫ ওভার টিকতে পারে আলবিসেলেস্তেরা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন থিও ভ্রুগদেনহিল। আর্জেন্টিনাকে এত কম রানে অলআউট করতে দুর্দান্ত বোলিং করেছেন আরিয়ান নডকারনি। ২১ রানে ৬ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের সেরা বোলার তিনি।

এর আগে ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫১৫ রান করে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় ৫০০ রানের স্কোর না থাকলেও বয়স ভিত্তিক দলে যুক্তরাষ্ট্র মাইলফলক স্পর্শ করেছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence