রোনালদো ম্যাজিকে প্রথম শিরোপা জিতল আল নাসর

রোনালদো ম্যাজিকে প্রথম শিরোপা জিতল আল নাসর
রোনালদো ম্যাজিকে প্রথম শিরোপা জিতল আল নাসর  © সংগৃহীত

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল হিলালকে হারিয়ে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের ট্রফি নিজেদের করে নিয়েছে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের ৪১ বছরের ইতিহাসে যে দলটা কখনোই ফাইনালে উঠতে পারেনি, ক্রিস্টিয়ানো রোনালদোর বদৌলতে তারাই শিরোপা জয়ের স্বাদ পেল। ম্যাচের ৭৪ ও ৯৮ মিনিটে দলের পক্ষে গোল দুইটি করেন রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো যে এখনো ফুরিয়ে যাননি সে কথাটাই প্রমাণিত হল আরো একবার।

শনিবার (১২ আগস্ট) রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে  আল হিলালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর এখনো যে ট্রফি জেতার ক্ষুধা এবং সামর্থ্য দুই ই আছে। 

আচমকা লাল কার্ড পেয়ে ৭১ মিনিটে আল নাসর ১০ জনের দলে পরিণত হয়। ডিফেন্ডার আল আমরি লাল কার্ড পেয়ে বসেন। তবে সেই শোককেই যেন শক্তিতে রূপান্তরিত করে আল নাসর। ম্যাচের ৭৪ মিনিটে গোল করে ম্যালকমকে উত্তরটা দিয়ে দেন রোনালদো। দলকে ১-১ গোলে সমতায়ও ফেরান। উদযাপনের সময় মুখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন, সমালোচকরা ‘মুখটা বন্ধ রাখ’। 

এই গোলের পরেই আল নাসরের আরেক ডিফেন্ডার নাওয়াফ বুসাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে নয় জনের দলে পরিণত রোনালদোর আল নাসর। নব্বই মিনিটে খেলা ১-১ গোলে সমতা থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯ জনের দল নিয়েও আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। ম্যাচের ৯৮ মিনিটে রোনালদো গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় ক্লাবটি। 

দুই ফুটবলারের পর লাল কার্ড দেখেন আল নাসরের কোচও। আর ম্যাচের ১১৪তম মিনিটে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকেই। কিন্তু তাতেও যেন বিন্দুমাত্র দমে যাননি সিআর সেভেন। আরও ভয়ংকর আকার ধারণ করে তাদের আক্রমণভাগ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ক্রসবারের রিবাউন্ড থেকে একেবারে 'বাঘের' মতো ঝাঁপিয়ে গোল করেন রোনালদো। ১১৫ মিনিট পর্যন্ত রোনালদো মাঠে থেকে জয় নিশ্চিত করেই আসেন। 

১২২ মিনিট পর্যন্ত খেলা হয়েছিল। কিন্তু মাথায় ছোট্ট চোট লাগার জন্য তাকে আর মাঠে রাখার ঝুঁকি নেয়নি আল নাসর। কারণ দু’দিন পরেই শুরু হবে সৌদি প্রো লিগ। রোনালদো আবারও বুঝিয়ে দিলেন- ফুরিয়ে যাননি, বিস্ময় হয়ে এখনো পুরো মাঠ দাপিয়ে বেড়ানোর ক্ষমতা রাখেন তিনি।

শেষ পর্যন্ত সকল বাধা-বিঘ্নতা দূর করে ৪২ বছরের পুরোনো এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মাতে আল নাসর। একই সঙ্গে রিয়াদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও এটি প্রথম ট্রফি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence