অধিনায়কত্ব ইস্যুতে যা বললেন লিটন

লিটন কুমার দাস
লিটন কুমার দাস  © সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে ইনজুরির কারণে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এদিকে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। তাই নতুন করে ওয়ানডে অধিনায়ক খুঁজতে হচ্ছে বিসিবিকে। হাতে সময়ও খুব বেশি নেই। অভিজ্ঞ সাকিব আল হাসানকে নিয়ে জোরালো গুঞ্জন থাকলেও অধিনায়কত্বের দৌড়ে আছেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাসও। গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্ব ইস্যুটা এড়িয়ে যেতেই চাইলেন লিটন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) এশিয়া কাপ ও বিশ্বকাপের নেতৃত্বের দৌড়ে থাকা লিটন অধিনায়কত্ব ইস্যুতে কথা বলেছেন। 

লিটনের মতে, দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের ইমপ্লয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।

‘আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েক দিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিতে। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব’--যোগ করেন লিটন। 

এর আগে লিটনকে অধিনায়ক করা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু ইস্যু হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো একটা চাপ, এত বড় দায়িত্ব। আমি বলছি যে আমরা সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে বা হুট করে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। এজন্য আমরা কথা বলে সবার সঙ্গে যেটা ভালো মনে হয় ওরকম কিছুই করবো।’ 

আরও পড়ুন: ১৭ নটআউট সাকিব আল হাসান

এদিকে, জোর গুঞ্জন আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে গুরুদায়িত্ব পেতে পারেন সাকিব আল হাসান। পারফরম্যান্স, দলে প্রভাব ও অভিজ্ঞতার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) অটো চয়েজ সাকিব। সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন সাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়াটা সহজ বিষয়।

৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence