যুক্তরাষ্ট্রে টি১০ লিগে খেলবে রংপুর রাইডার্স, নাম আটলান্টা রাইডার্স

যুক্তরাষ্ট্রে টি১০ লিগে আটলান্টা রাইডার্স নামে খেলবে রংপুর রাইডার্স
যুক্তরাষ্ট্রে টি১০ লিগে আটলান্টা রাইডার্স নামে খেলবে রংপুর রাইডার্স  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি১০ লিগে নাম লিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আটলান্টা ফায়ারেরসঙ্গে আগের বছরই পার্টনারশিপ করেছে রাইডার্স। এবার তাদের সঙ্গে জোঁট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটলান্টারাইডার্সের জার্সিতে আলো ছড়াবেন- নাসির হোসেন, ফরহাদ রেজাসহ ৫ বাংলাদেশি ক্রিকেটার। দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো ভিনদেশি তারকা ক্রিকেটাররা। আগের দিন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্স স্কোয়াড। টাইগার অলরাউন্ডার নাসির হোসেন গত কয়েক মৌসুমধরেই খেলছেন আটলান্টা ফায়ারে।

ঘরের ছেলে নাসির হোসনকে রেখেই দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডে বাকি চার বাংলাদেশি হলেন- অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী ও বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি। 

আরওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ব্যাটিংয়ে দলের বড় শক্তি। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন ভারতের সাবেক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, পাকিস্তানের হাম্মাদ আজম, নিউজিল্যান্ডের গ্র্যান্ডইলিয়টের সার্ভিসও নিশ্চিত করেছে রাইডার্স।

১৬ সদস্যের স্কোয়াডে আরও আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গডি সিলভা, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান, ভারতীয় পেসার শ্রীশান্ত, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার আমিলা আপানসু। 

গত ছয় বছর ধরে আবুধাবিতে ক্রিকেটের দ্রুততম গতির ফরম্যাট টি১০ লিগ সফলভাবে আয়োজন করছে টি টেনগ্লোবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্সটি টেন লিগ। যেখানে অংশ নেবে যুক্তরাষ্ট্রের ছয় দল। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।  

আটলান্টা রাইডার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডুয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্টইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence