আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ  © সংগৃহীত

তামিম ইকবালকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের নেতৃত্বেই খেলবে টাইগাররা। টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সামনে এবার ওয়ানডে মিশন। টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ দল।

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচই হবে চট্টগ্রামে। দুই দলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। প্রথম দুটি সিরিজেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। 

দুই সিরিজ পর একাদশে প্রত্যাবর্তন ঘটল আফিফ হোসেনের। শেষ দুই ওয়ানডে সিরিজে না থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে একাদশে ফিরেছেন তিনি। আর চোট কাটিয়ে ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে না খেলা সাকিব আল হাসান, ফিরেছেন তাসকিন আহমেদও।

তামিম ইকবাল-লিটন দাস ওপেন করবেন। ওয়ান ডাউনে নামবেন নাজমুল হোসেন শান্ত। টু ডাউনে সাকিব আল হাসান। এরপর তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম। তবে পরিবর্তন আসতে পারে নাম্বার সেভেনে। এই পজিশনে হেড কোচ হাথুরুসিংহে বাজিয়ে দেখতে পারেন আফিফ হোসেনকে। সেই প্রেক্ষিতে একধাপ নেমে ব্যাটিং করতে হবে মেহেদী হাসান মিরাজকে।

ওয়ানডেতে দল দুটি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয়জয়কার। ৭ জয়ের বিপরীতে টাইগারদের হার ৪টিতে। এদিকে বাংলাদেশের ৭ জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে। 

এদিকে, তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অন্যদিকে সিরিজে ৪ উইকেট তুলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।


সর্বশেষ সংবাদ