৭০ লাখ টাকা পুরস্কার পেলেন সাকিব-লিটন-তাসকিন

০৩ জুলাই ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ

সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ © ফাইল ছবি

আইপিএলের সর্বশেষ আসরে খেলার সুযোগ পেয়েও নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। পুরো আইপিএল খেলতে পারতেন লিটন দাসও। তবে জাতীয় দলের খেলার ফাঁকে মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে যাওয়ার সুযোগ থাকলেও তাসকিন আহমেদ যাননি। এর পুরস্কার পেলেন তারা।

ক্রিকেটারদের বিশেষ প্রণোদনা দেওয়ারও ঘোষণা দিয়েছিল বিসিবি। সেই টাকা দেওয়া হয়েছে। সাকিব, লিটন ও তাসকিনকে ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সাকিব। লিটন ও তাসকিনও পেয়েছেন সমপরিমাণ টাকা।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, এটা ওদের প্রাপ্য। যে পরিমাণ টাকা আইপিএল থেকে তারা পেত, সেটি দেওয়া সম্ভব নয়। তবে ওরা দেশের হয়ে খেলছে, সে জন্য বোর্ড ওদের সম্মানিত করতে চেয়েছে।

নিয়ম অনুযায়ী, আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের ২০ শতাংশ পায় ক্রিকেট বোর্ড। সাকিব–লিটনরা আইপিএলে না যাওয়ায় উল্টো বিসিবিই প্রণোদনা দিয়েছে। আইপিএলে সাকিবকে ১ কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা। লিটনের পারিশ্রমিক ছিল ৫০ লাখ রুপি। এ ছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বদলি খেলোয়াড় হিসেবে তাসকিনকে নিতে চেয়েছিল। তাদের প্রণোদনাও ঠিক হয়েছে এ মূল্যের ভিত্তিতেই।

ফের বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে ভ্রমণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে ঢাবিতে হামলা, ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মীর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬