কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

ভারত-কুয়েত ম্যাচের একটি দৃশ্য
ভারত-কুয়েত ম্যাচের একটি দৃশ্য  © সংগৃহীত

নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও সমতায় ছিল দুই দল। ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। তাতেও প্রথম পাঁচটি শটে সমতায় থাকে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর ফাইনাল খেলা ভারত ও কুয়েত। সাডেন ডেথে আসে ফাইনালের ফল। ভারতের বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ এমন উত্তেজনায় ভরা ছিল।

শেষপর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে ট্রইবেকারে ৫-৪ গোলে কুয়েতকে হারিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্বাগতিক ভারত। যা তাদের রেকর্ড নবম শিরোপা।

সাডেন ডেথে প্রথম শটে মাহেস সিং গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। তবে কুয়েতের অধিনায়ক হাজিয়ার শট রুখে দিয়ে জয়ের অন্যতম নায়ক স্বাগতিকদের গোলকিপার গুরপ্রিত সিং।

এর আগে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় কুয়েত। আল বাউসির ডানপ্রান্তের ক্রসে শাবাইব আলখালদি ফাঁকায় গোলকিপারের পাশ দিয়ে প্লেসিং করেছেন। তখন ২৬ হাজারের বেশি দর্শকের উন্মাদনা স্তব্ধ হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে! তবে ৩৯ মিনিটে সমতা ফেরে ভারত। সুনীল ছেত্রীর ডিফেন্স চেরা পাসে বাঁ দিক থেকে সাহাল আব্দুল সামাদের ক্রসে লালিয়ানজুয়ালা চাংতের দারুণ প্লেসিয়ে স্কোরলাইন ১-১ হয়েছে।

বিরতির পরও উত্তেজনা কম ছিল না। দুই দলই সুযোগ পেয়েছে। কিন্তু গোল করে এগিয়ে যেতে পারেনি। অতিরিক্ত সময়ে ভারতের আব্দুল্লাহর শট গুরপিত সিং শুয়েপড়ে প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন। একটু পর ছেত্রীর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে ভারতকে হতাশ হতে হয়েছে।

অতিরিক্ত সময়েও ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় পরে টাইব্রেকারে জিতে সাফের ট্রফি নিজেদের ঘরে রাখতে পেরেছে স্বাগতিক দল।


সর্বশেষ সংবাদ