১৪ বছর পর সাফের সেমিতে বাংলাদেশ

২৯ জুন ২০২৩, ১২:০৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ভুটানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ ফুটবল দল

ভুটানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

১-০ ব্যবধানে হারলেও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ এমন সমীকরণকে সামনে রেখেই মাঠে নেমেছিল জামাল ভুঁইয়ার দল। তবে ড্র কিংবা পরাজয় নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। 

৩-১ গোলের জয় নিয়ে দীর্ঘ ১৪ বছর পর ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে  বাংলাদেশ দল। এর আগে ২০০৯ সালে সর্বশেষ সাফের শেষ চারে খেলেছিল বাংলাদেশ। সর্বশেষ ২০২১ সালে লিগভিত্তিক টুর্নামেন্টে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয় বাংলাদেশ।

বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নামার আগে ভুটানের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে ছিল। সাফে আগের ৬ বারের দেখায় কখনও হারেনি লাল-সবুজ জার্সিধারীরা। এবারও হারেনি। ভুটানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ দল হিসেবে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ।

আগামী ১ জুলাই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়া স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন লেবানন।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ম্যাচের মাত্র ৯ মিনিটে আক্রমণে যায় ভুটান। ডি বক্সের প্রান্ত থেকে শেরুব দর্জির জোরালো শট শুয়ে পড়ে তালুবন্দি করেন গোলরক্ষক জিকো। সে যাত্রায় বিপদ না হলেও ১২ মিনিটে দারুণ এক গোলে বাংলাদেশ শিবিরে ভয় ধরিয়ে দেয় ভুটান। ডি-বক্সের বাইরে থেকে তপু বর্মণকে কাটিয়ে তিশেল থ্রিম নামগিল জোরালো শটে জিকোকে পরাস্ত করে ভুটানকে এগিয়ে নেন।

১৮ মিনিটে দ্বিতীয় গোলও পেতে পারতো ভুটান। নিমা ওয়াংদি দু’জনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে শুরুর ধাক্কা কাটিয়ে প্রথমার্ধের বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে হাভিয়ের কাবরেরার দল। তাতে সমতা ফেরায় ২২ মিনিটেই। আগের ম্যাচের তৃতীয় গোলদাতা শেখ মোরসালিন দারণ এক শটে দলকে ম্যাচে ফিরিয়েছেন। রাকিবের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া মোরসালিন বাঁ পায়ের বুলেট গতির শট বাংলাদেশকে সমতায় ফেরায়।

৮ মিনিটের ব্যবধানে লিডও পেয়ে যায় বাংলাদেশ। ৩০ মিনিটে দলের দ্বিতীয় গোলটিরও নেপথ্যে ছিলেন মোসরাসিল। মোরসালিনের কাছ থেকে উড়ে আসা বলটি জামালকে দিতে শট নিয়েছিলেন রাকিব। তবে সেটি ভুটানের জিগমের গায়ে লেগে নিজেদের জালে জড়ায়। আর তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

৩৬ মিনিটে বক্সের বাইরে ভুটানের ডিফেন্ডার শেরুব দর্জিকে কাটিয়ে রাকিব একাই ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপদ সীমানায়। এরপর ডান পোস্টের কাছ থেকে রাকিবের নেওয়া শট দ্বিতীয় পোস্টে লেগে ভুটানের জালে জড়ায়। শেষ পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ।

বিরতির পর বাংলাদেশের একাদশে ৬টি পরিবর্তন আসে। এমনকি দ্বিতীয়ার্ধে আর আক্রমণাত্মকভাবেও খেলেনি লাল-সবুজ জার্সিধারীরা। এই অর্ধে ভুটান ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশ তাদের সেই সুযোগ দেয়নি। তাই শেষপর্যন্ত ৩-১ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ট্যাগ: ফুটবল
ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬