কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্ট

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতল আর্জেন্টিনা

২৬ জুন ২০২৩, ০৯:১৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতল আর্জেন্টিনা

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতল আর্জেন্টিনা © সংগৃহীত

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তুলেছে আর্জেন্টাইন যুবারা। সেই সাথে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উচিয়ে ধরলো তারা। পুরো টুর্নামেন্টে জুড়েই দুরন্ত খেলেছে আর্জেন্টাইন যুবারা। 

রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই কাল আধিপত্য বিস্তার করেছিল সেলেসাও যুবারাই। যার ফলে প্রথমার্ধ্বের ১২ মিনিটেই গোলের দেখা পায় তারা। দলকে লিড এনে দেন আন্দ্রে। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঘুরে দাঁড়াবার বার্তা দেয় আলবিসেলেস্তে যুবারা। বিরতি থেকে ফিরে বেত্তনির গোলে সমতায় ফিরে আকাশি-নীল শিবির। এরপর ম্যাচের শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্যাসকো। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে এবং শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে এবং শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল।

এরপর, ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথম সেমিফাইনালে কলম্বিয়াকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ৪-০ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬