এখন ভরসা সাকিব-আফিফ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ ঝড় তুলেছে বাংলাদেশ। ইংলিশ বোলারদের রীতিমত আতঙ্কে রেখেছেন আট বছর পর দলে ফেরা রনি তালুকদার আর ড্যাশিং লিটন দাস। উদ্বোধনী জুটিতে ২১ বলে ৩৩ রান তোলেন রনি আর লিটন। আদিল রশিদের গুগলি বুঝতে না পেরে বোল্ড হন রনি। ১৪ বলে করেন ২১ রান। পরে মাঠে ঝড়ো গতিতে ৩০ বলে ৫১ রান করে পরপর দুই ওভারে ফিরলেন হৃদয় ও নাজমুল। এখন ভরসা সাকিব-আফিফ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ১৪৭ রান। সাকিব ২০ বলে ২৫ রান এবং আফিফ ১১ বলে ১৩ রানে অপরাজিত আছেন।
লিটন অবশ্য ইনিংসটা বড় করতে পারেননি। ১০ বলে ১২ করে আর্চারের বলে ক্যাচ দেন মিডঅনে। ৪৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৫৪ রান তোলে টাইগারররা। এর আগে ১৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ১৩৫। সংগ্রহটা বেশ বড় হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করলেন হাসান মাহমুদ। ভালো করেছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরাও।
১৭ থেকে ১৯-এই তিন ওভারে মাত্র ১২ রান নিতে পেরেছে ইংল্যান্ড। এর মধ্যে হাসান মাহমুদের দুই ওভারে ইংলিশরা তুলতে পারে মাত্র ৫ রান। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানেই থেমে যায় জস বাটলারের দল।