ক্লাব ক্যারিয়ারে মেসির ৭০০তম গোল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ AM
ক্লাব ফুটবলে ৭০০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন মেসি। ঘরের মাঠ অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অপর গোলটি এসেছে লিওনেল মেসির পা থেকে। এই গোলে মেসি ছুঁয়েছেন ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক। ফুটবলে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে লিগ ওয়ানের ম্যাচে ২৯তম মিনিটে এমবাপ্পের দেওয়া পাস থেকে গোল করে ৭০০ গোলের মাইলফলকে পৌঁছান তিনি। মেসির গোলটি হয়ে থাকল রেকর্ডময়।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ৭০০ ক্লাব গোল পেতে রোনালদোর লেগেছিল ৯৪৩ ম্যাচ। অন্যদিকে এই কীর্তি স্পর্শ করতে মেসির লেগেছে ৮৪০ ম্যাচ। অর্থ্যাৎ ১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর রেকর্ড ছুলেন মেসি।
তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেল ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।
মেসির ৭০০ গোলের মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির জার্সিতে। আর্জেন্টিনার হয়ে মেসির রয়েছে আরো ৯৮ গোল। সবমিলিয়ে ফিফা স্বীকৃত ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৯৮টি।
পেশাদার ফুটবলার হিসাবে রোনালদো প্রথম ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির গড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গত বছর ৯ অক্টোবর এভার্টনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে নিজের ৭০০তম গোলটি করেছিলেন রোনালদো। সেটি ছিল তার ক্লাব ফুটবলের ৯৪৩তম ম্যাচ।
আরও পড়ুন: ৬ষ্ঠ বারের মত বিশ্বজয় অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের
শুধু গোল করাই নয়, এ মার্শেইয়ের বিপক্ষে এ ম্যাচে এমবাপ্পের দুটি গোল বানিয়েও দিয়েছেন মেসি। প্রথমটি ২৫ মিনিটে, পরেরটি ৫৫ মিনিটে। নেইমার ইনজুরির কারণে নেই। সহজ জয়ের ফলে লিগ ওয়ানের শীর্ষস্থান আরো মজবুত হলো পিএসজির। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।