শাস্তির আওতায় সাকিবকে নিয়ে পোস্ট করা বরিশালের গ্রাফিক্স ডিজাইনার

সাকিবকে নিয়ে পোস্ট করা বরিশালের গ্রাফিক্স ডিজাইনার
সাকিবকে নিয়ে পোস্ট করা বরিশালের গ্রাফিক্স ডিজাইনার  © সংগৃহীত

সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের বিপিএল শেষ হয়ে গেছে। রংপুর রাইডার্সের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব ব্যাটই করেননি। সেই সাথে এটা ছিল বিপিএলে সাকিবের ১০০তম ম্যাচ। বিপিএল থেকে বিদায় নিশ্চিত হলে দলীয় অধিনায়ক সাকিব আল হাসানের বিপক্ষে পোস্ট দেয় ফরচুন বরিশাল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া সেই পোস্ট কিছুক্ষণ পরেই সরিয়ে নেয় ফ্রাঞ্চাইজটি। বিষয়টি নিয়ে এক বিবৃতি দিয়ে ভুলবশত পোস্ট করার কথা স্বীকার করে দলটি। সেইসঙ্গে দুঃখ প্রকাশ করে দলটি।

রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে ৪ উইকেটের জয় পায় রংপুর। তাতে বিপিএলের নবম আসর থেকে বাদ পড়ে সাকিবের বরিশাল। 

ম্যাচ শেষে ফরচুন বরিশালের ফেসবুক পেজ থেকে সাকিবের বিরুদ্ধে একটি পোস্ট করা হয়। যেখানে বলা হয়, ‘বিপিএলে দারুণ ফর্মে থাকার পরও আপনি ব্যাটিংয়ে নামেননি। তার বদলে দলে যোগ দেয়া রাজাপাকসেকে ক্রিজে পাঠিয়েছেন। আগের ম্যাচে ভালো খেলা ডোয়াইন প্রিটোরিয়াসকেও মাঠে পাঠাননি। ফলে এই হারের দায় এড়াতে পারবেন?’

এছাড়া পোস্টটিতে আরও বলা হয়, ‘দলের বোলাররা সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। তারপরও হার দেখতে হয়েছে। এই হারের কারণ আপনার ভুল ব্যাটিং রোটেশ সিস্টেম।’

No description available.

পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে দেওয়া হয়। এরপর দলের মিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমে একটি লিখিত বিবৃতি দেন। সেইসঙ্গে ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করে দলটি।

আরও পড়ুন: জেলায় জেলায় খেলোয়াড় খুঁজছে বিকেএসপি

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফরচুন বরিশাল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ভুলবশত একজন অ্যাডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল। এই বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে এবং এটি হতাশাজনক। যে ব্যক্তি ওই পোস্ট দিয়েছিল তাকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence