জেলায় জেলায় খেলোয়াড় খুঁজছে বিকেএসপি

জেলায় জেলায় খেলোয়াড় খুঁজছে বিকেএসপি
জেলায় জেলায় খেলোয়াড় খুঁজছে বিকেএসপি  © সংগৃহীত

দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে জেলা পর্যায়ে বাছাই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। দেশের ৬৪টি জেলাকে চারটি জোনে বিভক্ত করে মোট ১৭টি ডিসিপ্লিনে খেলোয়াড় বাছাই করা হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

জেলায় বাছাইয়ের সময়:
২৩ ফেব্রুয়ারি: পঞ্চগড়, ভোলা, মানিকগঞ্জ, নরসিংদী
২৪ ফেব্রুয়ারি: ঢাকুরগাঁও, বরিশাল, রাজবাড়ী, সুনামগঞ্জ।
২৫ ফেব্রুয়ারি: দিনাজপুর, ঝালকাঠি, ফরিদপুর, সিলেট।
২৬ ফেব্রুয়ারিনীলফামারি, পটুয়াখালি, গোপালগঞ্জ, মৌলভিবাজার।
২৮ ফেব্রুয়ারি: রংপুর, বরগুনা, মাদারীপুর, মন্সিগঞ্জ।
০১ মার্চ: লালমনিরহাট, পিরোজপুর, শরিয়তপুর, হবিগঞ্জ।
০২ মার্চ: কুড়িগ্রাম, বাগেরহাট, নারায়নগঞ্জ, ব্রাক্ষনবাড়িয়া।
০৩ মার্চ: গাইবান্ধা, খুলনা, নারায়নগঞ্জ, চাদপুর।
০৫ মার্চ: বগুড়া, সাতক্ষীরা, ঢাকা, লক্ষীপুর।
০৬ মার্চ: জয়পুরহাট, যশোর, গাজীপুর, নোয়াখালী।
০৭ মার্চ: নওগাঁ, নড়াইল, টাঙ্গাইল, ফেনী।
০৮ মার্চ: চাপাইনবাবগঞ্জ, মাগুরা, জামালপুর, খাগড়াছড়ি
১০ মার্চ: রাজশাহী, ঝিনাইদাহ, শেরপুর, রাঙ্গামাটি।
১১ মার্চ: নাটোর, চুয়াডাঙ্গা, ময়মংসিংহ, চট্টগ্রাম।
১২ মার্চ: পাবনা, মেহেরপুর, কিশোরগঞ্জ, বান্দরবান।
১৩ মার্চ: সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোনা, কক্সবাজার।

যে কোন জেলার প্রার্থী যে কোন বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে।

খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি:

ক) এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, ডায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী ছেলে এবং মেয়ে (বক্সিং ব্যতিত) খেলোয়াড় নির্বাচন করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে ১ মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুন: এসএসসি পাসে সেতু বিভাগে চাকরি, আবেদন ফি ১১০ টাকা

খ) দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন।

গ) প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১ মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

ঘ) প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

ঙ) প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা-খাওয়া, যাতায়াত ভাড়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজ-সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সফল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে।

অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে-মেয়েরাও ঢাকা কেন্দ্রের পরীক্ষায় অংশ নিতে পারবে। 

বি: দ্র: ১। সকল জেলার বাছাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধু মাত্র ঢাকা জেলার বাছাই পরীক্ষা ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।

২। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। 

৩। সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ