পোষ্য কোটা বাতিল চেয়ে শরীরের রক্ত দিয়ে ব্যানার লিখলেন রাবি শিক্ষার্থীরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ PM
পোষ্য কোটা বাতিলের দাবিতে রক্ত দিয়ে ব্যানারে লিখে রক্ত সংহতি ও মানববন্ধন পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির স্নাতক ১ম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিল চেয়ে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় তিন শিক্ষার্থী সিরিঞ্জের মাধ্যমে শরীর থেকে রক্ত বের করেন। পরে সে রক্ত দিয়ে সাদা কাপড়ে ‘পোষ্য কোটা নিপাত যাক’ লিখে ব্যানার তৈরি করেন। সেই ব্যানারে রক্তমাখা হাতের ছাপও রাখেন শিক্ষার্থীরা। পরে সেই ব্যানার নিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আজকে রক্ত দিয়ে ব্যানার লেখার মাধ্যমে জুলাই বিপ্লবের শহিদদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যেন রাবি প্রশাসন বুঝতে পারে যে, বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের যদি আবারও রক্ত দিতে হয় শিক্ষার্থীরা তা দিতে প্রস্তুত আছে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে কি হতে পারে একটি নমুনা আজকের রক্ত।
তৌফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘জুলাই বিপ্লবের পর পোষ্য কোটা বাতিলের দাবিটা আবারও সামনে নিয়ে আসাটা খুবই দুঃখজনক ও প্রশাসনের জন্য লজ্জাজনক ব্যাপার। প্রশাসনকে বারবার পোষ্য কোটা বাতিলের কথা জানানো হচ্ছে, কিন্তু তারা তা কর্ণপাত করছে না। এজন্য আমাদের বারবার পোষ্য কোটা বাতিলের দাবিতে সমবেত হতে হচ্ছে। প্রশাসনকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, আমরা কোনোভাবেই পোষ্য কোটা মেনে নিব না।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খান কোনো মন্তব্য করতে রাজি হননি। উপাচার্য সালেহ হাসান নকীবের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।