স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন

ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান
ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান  © টিডিসি ফটো

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে ডিজিটাল লাইব্রেরি ইন কোয়ালিটি লার্নিং প্রজেক্টে কাজ করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার (২২  ডিসেম্বর) এসেম এল এল এল হাব সাউথ এশিয়া সেন্টারের অধীনে এ সনদপত্র প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন এ প্রতিষ্ঠানের চেয়ার প্রফেসর সিমোস ও টুয়ামা যিনি তার বক্তব্যে এখনকার সময়ে ডিজিটাল লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রফেসর সোরেন এহলার্স, ইউরোপিয়ান কোঅর্ডিনেটর, আর এন ফাইভ, রিসার্চে গুণগত উপকরণের ব্যবহার সম্পর্কে বক্তব্য দেন।

এছাড়া অনুষ্ঠানের সঞ্চালক ড. শালিনী সিং, সাউথ এশিয়া কোঅর্ডিনেটর এ প্রজেক্টের সারসংক্ষেপণ তুলে ধরেন এবং প্রজেক্টের পরবর্তী ধাপের করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন। 

এসময় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এতে আরও অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের প্রধান ড. সায়মা আরজু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।  


সর্বশেষ সংবাদ