বেইলি রোডে ভায়বহ আগুন

ছাদ থেকে সপরিবারে নিরাপদে নেমেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সেই অধ্যাপক

  © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে আটকা পড়েছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। এক পর্যায়ে ভবনের ছাদে অবস্থান নেন এবং নিরাপদে নেমে আসেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে লাগা এ আগুনে অনেকের সঙ্গে আটকা পড়েন পরিবেশ বিজ্ঞান বিভাগের এই চেয়ারম্যান।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন। রাত ৯টার পর আগুন লাগলে তিনি সপরিবারে আটকা পড়ার কথা জানান। এর ঘণ্টা দুয়েক পর জানান তারা এখনো বেঁচে আছেন।

রাত ১২টার কিছু পরে তিনি ছাদ থেকে নিরাপদে নেমে আসার কথা জানান। এসময় তিনি অন্য তলাগুলোতে অনেক হতাহত আছে বলে উল্লেখ করেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫৬ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, আনসার, র‌্যাব ও এনএসআই। ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। 


সর্বশেষ সংবাদ