কুয়েটে ভিসি পদত্যাগের এক দফা দাবিতে মশাল মিছিল

মশাল মিছিল
মশাল মিছিল   © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকসংলগ্ন কুয়েট উড পাদদেশে বিক্ষোভ মিছিল করে। এর পর সেখান থেকে তারা মশাল মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে গিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শেষ করে।

মিছিল থেকে শিক্ষার্থীরা—‘দফা এক, দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’; ‘কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত, মানি না, মানবো না’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন তারা। এতে ২০তম ব্যাজের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, ১৯তম ব্যাচের শিক্ষার্থী শেখ জাহিদ ও গালিব রাহাত বক্তব্য দেন। লিখিত বক্তব্যে তারা বলেন, ‘আমাদের সংগ্রাম আমাদের শিক্ষকদের বিরুদ্ধে নয়, অন্যায়-অবিচারের বিরুদ্ধে। আমাদের ওপর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করলেন না। আমাদের নামে মিথ্যা মামলা হলেও তারা মানববন্ধন করলেন না। এখন আমাদের বিরুদ্ধে তারা কীভাবে গেলেন? যেখানে কর্মচারী কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ সেখানে বিএনপির কমিটিতে থাকা ব্যক্তি এখনও কীভাবে চাকরিতে বহাল? আমাদের সংগ্রাম স্বৈরাচারিতার বিরুদ্ধে। আমাদের বিশ্বাস, পুরো দেশ জুলাই-আগস্টের পর আর কোনও স্বৈরাচারকে ঠাঁই দেবে না। আর স্বৈরাচার দমানোর জন্য আমরা প্রয়োজনে আবার জুলাই নামাবো।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence