গুচ্ছে না থাকার পক্ষে মত ইবি উপাচার্যের

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়   © সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মতামত দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। গত শনিবার (২১ ডিসেম্বর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি নিয়ে বিশ্ববিদ্যালয় গুলোর একটি সভা অনুষ্ঠিত হয়। রাত ৯টায় ভার্চুয়ালি শুরু হওয়া এ সভা শেষ হয় সাড়ে ১১টারও পর। এতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে মতামত দিলেও সভায় চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকার পক্ষে মত দিয়েছে। এরমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এদিকে গুচ্ছ প্রক্রিয়ায় থাকতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসিদের দফায় দফায় চিঠি ও নির্দেশনা দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এমনকি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত একটি আধা সরকারি পত্রও প্রেরণ করা হয়েছে। সর্বশেষ আজ সোমবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে গুচ্ছ ভর্তি কার্যক্রম অব্যাহত রাখতে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, উচ্চশিক্ষা ব্যবস্থার সুষ্ঠু উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনার জন্য দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রমে অংশ নিতে সকল ভিসিদেরকে পুনরায়  অনুরোধ জানানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক চাপ কমানো, ভর্তি প্রক্রিয়ার সময় সাশ্রয় করা এবং মেধাভিত্তিক, স্বচ্ছ ও সমন্বিত পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন নিশ্চিত করা।

এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। সরকার যদি সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে অন্তর্ভুক্ত করতে পারে সেক্ষেত্রে আমাদেরও অংশ নিতে কোনো আপত্তি নেই। কিন্তু একরে পর এক বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষার ঘোষণা দিচ্ছে। এমন পরিস্থিতিতে গুচ্ছে থাকার কোনো সুযোগ নেই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক শিক্ষার্থীরাও গুচ্ছে থাকার পক্ষে নয়। সরকার কোনো পদক্ষেপ নিতে না পারলে আমরাও গুচ্ছে থাকব না।

তবে, গুচ্ছ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের এমন টানাপোড়েনের মধ্যেই ইতোমধ্যে চূড়ান্তভাবে গুচ্ছ থেকে বেরিয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয় গুলোর মত, গুচ্ছে থাকতে হলে থাকতে হবে সবাইকে। তা সম্ভব না হলে বাকিরাও গুচ্ছে থাকতে আগ্রহী নয়। একারণেই বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই চার বিশ্ববিদ্যালয়। 


সর্বশেষ সংবাদ