পদত্যাগ করেননি, কুয়েট ভিসিকে অব্যাহতি দেয়া হচ্ছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৪ AM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৪ AM

পদত্যাগ করেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মাদ মাছুদ— তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৩ এপ্রিল) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ভিসি এবং প্রো-ভিসিকে অব্যাহতির সিদ্ধান্তের কথা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
অব্যাহতির সংবাদ প্রচারের পর সামাজিক মাধ্যমে উপাচার্য মুহাম্মদ মাছুদ পদত্যাগ করেছেন বলে প্রচার করা হচ্ছে। ছড়িয়ে পড়া পদত্যাগের বিষয়টি সঠিক নয়।
কুয়েট উপাচার্য এরআগে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘আমাকে সরকার নিয়োগ দিয়েছে। এখন সরকার যদি মনে করে আমি এই পদের জন্য উপযুক্ত নই, তাহলে অবশ্যই আমাকে সরিয়ে দেবে। আমি নিজ থেকে পদত্যাগ করবো না।’
উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ফলে উপাচার্যকে সরিয়ে দেয়া হলে তার পদত্যাগের কোনও প্রয়োজন নেই।
কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বিবৃতিতে আরও জানিয়েছে, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।