আর্জেন্টিনার ফুটবল লিগে বাংলাদেশের পতাকা নিয়ে কৃতজ্ঞতা

বাংলাদেশকে সম্মান জানানো হলো আর্জেন্টিনার লিগে
বাংলাদেশকে সম্মান জানানো হলো আর্জেন্টিনার লিগে  © সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর এবার আর্জেন্টিনার ফুটবল লিগে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে বাংলাদেশের প্রতি। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে দেখা মিলেছে বাংলাদেশের প্রতি ভালোবাসার। ‘আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন’ লিগের একটি ম্যাচের আগে মাঠে লাল-সবুজের পতাকা টানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশকে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) লিগ কর্তৃপক্ষ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সে দৃশ্য পোস্ট করে তাতে লেখে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

গত ডিসেম্বরে কাতারে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। আসরের শুরু থেকে লাতিন আমেরিকার দেশটিকে সমর্থন দিয়ে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিল বাংলাদেশের সমর্থকরা। আর্জেন্টিনার পতাকা হাতে, জার্সি গায়ে জড়িয়ে, বুবুজেলা বাজিয়ে মেসিদের প্রতিটি জয় রাস্তায় নেমে উদ্‌যাপন করেছিল এ জনপদের ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন: ষষ্ঠ ‘সাম্বা গোল্ড’ ট্রফি জিতলেন নেইমার

বিশ্বকাপের সময় বাংলাদেশিদের ভালোবাসা দেখে সুদূর আর্জেন্টিনা থেকে এক সাংবাদিক এসে লাল-সবুজের দেশে আলবিসেলেস্তেদের প্রতি এতো আবেগ-মন্মাদনা সব কিছু দেখে একটি প্রতিবেদন তৈরি করে গিয়েছেন।  সে সময় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিল মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনি ও দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। সে দেশের জনগণের হৃদয়েও জায়গা করে নিয়েছে বাংলাদেশের সমর্থকরা।

কদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে মেসির সাক্ষাৎকার দেয়ার সময়ও উঠে এসেছিল সে প্রসঙ্গ। তাদের ‘ওলে’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ‘হ্যাঁ, আমি তাদের (বাংলাদেশের) সমর্থন দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, এটি সত্যিই দারুণ।

বিশ্বকাপের সময় বাংলাদেশিদের ভালোবাসা দেখে সুদূর আর্জেন্টিনা থেকে এক সাংবাদিক এসে লাল-সবুজের দেশে আলবিসেলেস্তেদের প্রতি এতো আবেগ-মন্মাদনা সব কিছু দেখে একটি প্রতিবেদন তৈরি করে গিয়েছেন। 


সর্বশেষ সংবাদ