বিপিএলে হৃদয়ের ব্যাটে রানবন্যা  

তৌহিদ হৃদয়
তৌহিদ হৃদয়  © সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের তরুণ আইকন তৌহিদ হৃদয়। নিয়মিত রানের মধ্যে থাকলেও জাতীয় দলে এখনও নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি এ তরুণ হার্ড-হিটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে যেন অবিশ্বাস্য ফর্ম পার করছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ব্যাটসম্যান। ধারাবাহিক রান করে দলের জয়ে অবদান রাখছেন।

সিলেটের হয়ে এবারের আসরে মোট তিনটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন হৃদয়। আর তিন ম্যাচেই ঝড়ো গতিতে তুলেছেন তিন অর্ধশতক।

এর মধ্যে প্রথম ম্যাচে ৩৪ বলে ৫৫, দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৫৬ ও আজ মঙ্গলবার নিজের তৃতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে করেন ৪৬ বলে ৮৪ রান। এই ৮৪ রান করতে ৫ টি চার ও সমান সংখ্যক ছক্কা হাকিয়েছেন তিনি।

হৃদয়ের ৪৬ বলের ৮৪ রানের ঝড়ো ইনিংস আর নাজমুল হোসেন শান্তর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০১ রানের পাহাড় গড়ে সিলেট। ঢাকাকে জিততে হলে করতে হবে ২০২ রান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence