বিপিএলে এক ম্যাচে দুই পাকিস্তানির শতক

আজমের পর সেঞ্চুরি উদযাপন করেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ওসমান
আজমের পর সেঞ্চুরি উদযাপন করেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ওসমান  © সংগৃহীত

বিপিএলের চলমান আসরে এক ম্যাচে দুই দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান। সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বিরল রেকর্ড গড়েন আজম খান ও ওসমান খান।

এ দিন টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে খুলনা। খুলনার হয়ে শতকের দেখা পান উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। মাত্র ৫৭ বলে ৯ চার ও ৭ ছয়ে শতকের দেখা পান তিনি। শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন টি টুয়েন্টি ক্রিকেটে প্রথম শতক হাকানো আজম। আজমের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৮।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নামেন মাক্স উড ও ওসমান খান। দুজনেই চালিয়ে খেলতে থাকেন। নাহিদুলের শিকার হওয়ার আগে ৫০ বলে ৫৮ রান করেন উড।

পরে আফিফকে নিয়ে বাকি পথ পাড়ি দেন ওসমান। ৫৮ বলে ১০ চার ও ৫ ছয়ে ১০৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন এ পাকিস্তানি ব্যাটার। এ নিয়ে আসরের প্রথম জয় পেল চট্টগ্রাম।


সর্বশেষ সংবাদ