বিপিএলে এক ম্যাচে দুই পাকিস্তানির শতক

আজমের পর সেঞ্চুরি উদযাপন করেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ওসমান

বিপিএলের চলমান আসরে এক ম্যাচে দুই দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান। সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বিরল রেকর্ড গড়েন আজম খান ও ওসমান খান।

এ দিন টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে খুলনা। খুলনার হয়ে শতকের দেখা পান উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। মাত্র ৫৭ বলে ৯ চার ও ৭ ছয়ে শতকের দেখা পান তিনি। শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন টি টুয়েন্টি ক্রিকেটে প্রথম শতক হাকানো আজম। আজমের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৮।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নামেন মাক্স উড ও ওসমান খান। দুজনেই চালিয়ে খেলতে থাকেন। নাহিদুলের শিকার হওয়ার আগে ৫০ বলে ৫৮ রান করেন উড।

পরে আফিফকে নিয়ে বাকি পথ পাড়ি দেন ওসমান। ৫৮ বলে ১০ চার ও ৫ ছয়ে ১০৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন এ পাকিস্তানি ব্যাটার। এ নিয়ে আসরের প্রথম জয় পেল চট্টগ্রাম।