সাকিব-লিটনকে নিয়ে কেকেআরের পোস্ট মুহুর্তেই ভাইরাল, যা বলছেন ভক্তরা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:০৩ PM
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসন্ন আসরে প্রথমবারের মতো একসঙ্গে দল পেয়েছেন তিন বাংলাদেশী ক্রিকেটার। তারা হলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও ওপেনার লিটন কুমার দাস।
আইপিএলের মিনি নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছিল দিল্লি ক্যাপিটালস। আর নিলাম থেকে শেষ মুহূর্তে টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
সোমবার (২৬ ডিসেম্বর) কলকাতা নাইটরাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় সাকিব ও লিটনের একটি যৌথ ছবি পোস্ট করেছে। ছবির ক্যাপসনে লিখেছে, ‘দ্য বেঙ্গল টাইগার কামিং সুন ইন’।
কলকাতা নাইটরাইডার্সের ফেসবুক পাতায় শেয়ার করা ছবিটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। সোমবার সন্ধ্যায় দেখা যায়, পোস্টটিতে সাত ঘন্টায় দেড় লাখের প্রতিক্রিয়া পড়েছে। তাতে মন্তব্য করেছেন সাত হাজারের বেশি ভক্ত। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় তিন হাজার বার।
কলকাতা নাইটরাইডার্সের ফেসবুক পাতা বিশ্লেষণ করে দেখা গেছে, দলটির ফেসবুক পাতায় অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে করা পোস্টে এত বিপুল সংখ্যক প্রতিক্রিয়া আসেনি।
আরও পড়ুন : ছাত্রীদের কান-মুখ দেখানো বাধ্যতামূলক, সেই নোটিশ বাতিল চেয়ে মানববন্ধন
এদিকে, দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সকে প্রশংসায় ভাসাচ্ছেন দুই বাংলার ক্রিকেটপ্রেমীরা। ভক্তদের চাওয়া এই দুই ক্রিকেটারকে যেন নিয়মিত সুযোগ দেওয়া হয়।
কেকেআরের ওই পোস্টের মন্তব্যে ওয়াসি আহমেদ লিখেছেন, বাংলার টিমে অন্তত ২ জন বাঙালি আছে এটাই ভালো লাগা। ফারিয়া আক্তার অরথি লিখেছেন, সাকিব-লিটনকে এমন জুটির জন্য সুযোগ করে দিতে হবে। তাহলেই এ ছবিটির স্বার্থকতা আদায় হবে। শুভ কামনা দুই টাইগারের জন্য।
অন্যদিকে হতাশা প্রকাশ করে ফরহাদ হাশেম লিখেছেন, পোস্টের রিচ বাড়ানোর জন্যই তো এদের নেয়া হয়েছে। ম্যাচ তো পাবে না এটা আমরা জানি! ভালোই বিজনেস। একইভাবে বিদ্যুৎ সাহা লিখেছেন, ওদের ২জনের বিষয়ে যেকোনো পোস্ট করে,পেজের রিচ আর ইনকাম ২টাই বাড়াতে পারবেন! কারণ বাঙালির আবেগ খুব প্রবল!