১৮৮ রানে হারল টাইগাররা

১৮৮ রানে হারল টাইগাররা
১৮৮ রানে হারল টাইগাররা  © সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেটের জবাবে ৩২৪ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। মাঝে সাকিব আল হাসান কিছুক্ষণ মারমুখী হলেন, হাঁকালেন বাউন্ডারি। নিয়তি শেষ অবধি বাংলাদেশের জন্য থাকলো হারই। 

সাকিবের সঙ্গে মিরাজ ১০০ বলে ৪৫ রানের জুটি গড়েছিলেন। তবে পরের ওভারেই সাকিব আল হাসান তুলে নেন ক্যারিয়ারের ৩০ তম ফিফটি। লড়াইটা এখন একাই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক সাকিব। তবে সেঞ্চুরি হলো না, কাছে গিয়েই থেমে গেলেন সাকিব। ১০৮ বলে সাকিব করেন ৮৪ রান।  

এর আগে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে শেষ দিন শুরু করে বাংলাদেশ দল। তৃতীয় ওভারেই সিরাজের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। ৪৮ বলে ১৩ রান করেন মিরাজ।  

সকালটা আদতে মাতিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। একের পর এক বাউন্ডারিতে ভারতীয় বোলারদের নাজেহাল করে ছাড়ছিলেন তিনি। হাফ সেঞ্চুরি পেরিয়েও ছুটেছেন বেশ অনেকটা দূর। ৬ চার ও সমান সংখ্যক ছক্কা ছিল সাকিবের ইনিংসে। কুলদ্বীপ যাদবের বলে বোল্ড হয়েই সাজঘরে ফেরত যান তিনি। 

আরও পড়ুন: সেঞ্চুরি হলো না, কাছে গিয়েই থেমে গেলেন সাকিব

তার বিদায়ের পর বাংলাদেশের অলআউট হওয়া ছিল কেবলই সময়ের ব্যাপার। সাকিব আউট হওয়ার পর কেবল ৪ রান যোগ করতে পারেন তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। ভারতের পক্ষে ২০ ওভারে ৩ মেডেনসহ ৭৩ রান দিয়ে তিন উইকেট নেন কুলদ্বীপ। ৩২ ওভার ২ বল হাত ঘুরিয়ে ১০ মেডেনসহ ৭৭ রান দিয়ে চার উইকেট নেন অক্ষর প্যাটেল।  

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৪২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল টাইগাররা। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত জাকির হাসান প্রথম সেশনে কোনো বিপর্যয় হতে দেননি। এর মধ্যে প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ উপহার দেওয়া শান্ত ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছিলেন, যেটি তার ১৫ ইনিংস পর ফিফটি।


সর্বশেষ সংবাদ