সেঞ্চুরি হলো না, কাছে গিয়েই থেমে গেলেন সাকিব
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১০:০০ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২, ১০:০০ AM
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের দ্বারপ্রান্তে ভারত। মেহেদী হাসান মিরাজ থামলেন যাদবকে ক্যাচ দিয়ে। ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। সাকিবের সঙ্গে মিরাজ ১০০ বলে ৪৫ রানের জুটি গড়েছিলেন। তবে পরের ওভারেই সাকিব আল হাসান তুলে নেন ক্যারিয়ারের ৩০ তম ফিফটি। লড়াইটা এখন একাই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক সাকিব। তবে সেঞ্চুরি হলো না, কাছে গিয়েই থেমে গেলেন সাকিব। ৮৪ রানে আউট হয়ে গেলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩২৪ রান, হাতে আছে ২ উইকেট। ক্রিজে আছেন এবাদত ওপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
আরও পড়ুন: জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৪২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল টাইগাররা। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত জাকির হাসান প্রথম সেশনে কোনো বিপর্যয় হতে দেননি। এর মধ্যে প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ উপহার দেওয়া শান্ত ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছিলেন, যেটি তার ১৫ ইনিংস পর ফিফটি।