মাঠেই ছেলেকে মমতার চুমু মায়ের

মাঠেই ছেলেকে মমতার চুমু মায়ের
মাঠেই ছেলেকে মমতার চুমু মায়ের  © সংগৃহীত

কাতার বিশ্বকাপের মঞ্চে কোনো জয়ের দেখা পায়নি মরক্কো। ২৪ বছরের অপেক্ষা। এই দুই যুগ ধরে পূর্ব আফ্রিকার দেশটি হইচই ফেলে দিল। বেলজিয়ামের মতো দলের বিপক্ষেতারা জয় পেয়েছে তারা। এমন জয়ের পর এক অপূর্ব দৃশ্য দেখা গেল আল থুমামা স্টেডিয়ামে। উল্লাসে মেতেছিলেন ডিফেন্ডার আশরাফ হাকিমি। ছেলেকে কাছে পেতে মাঠেই মমতার চুমু মায়ের।

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো। এ ম্যাচে ৭০ ভাগ সময় বল দখলে রেখেও হেরে গেল ফিফা র‌্যাংকিংয়ে ২ এ থাকা বেলজিয়াম।

এবারের বিশ্বকাপে দারুন খেলছে মরক্কো। প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে গোলশূন্য রুখে দিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে ইউরোপের শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে তারা দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে গেল।

স্বাভাবিকভাবেই উল্লাসে মেতেছিলেন মরক্কোর ফুটবলারেরা। এর মাঝেই গ্যালারির দিকে ছুটে যান দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি। সেখানে যে তার গর্ভধারীনী মা অপেক্ষা করছেন ছেলেকে কাছে পেতে। হাকিমিকে পেতেই তার কপালে চুমু একে দেন গর্বিত সেই মা। হাকিমিও মাকে আদর করেন। 

আরও পড়ুন: নেইমারবিহীন আজ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল

শুধু নিজের ছেলে নয়, তার সতীর্থদেরকেও কাছে ডেকে আদর করেছেন এই মা। গ্যালারিতে এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। 

উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধেই একবার বেলজিয়ামের জালে বল গিয়েছিল। তবে সেটা ভিএআর দ্বারা অফসাইড প্রমাণিত হয়। দ্বিতীয়ার্ধে আর ভুল করেনি মরক্কো। ৬৮ মিনিটে বদলি নামার পাঁচ মিনিট পরই প্রথম গোল করেন ফরোয়ার্ড আবদেলহামিদ সাবিরি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জিয়েশের ক্রস থেকে জয়সূচক গোলটি করেন জাকারিয়া আবুখলাল।

এদিকে, বেলজিয়ামের এ হারকে অনেকেই দেখছেন অঘটন হিসেবে। এই বিশ্বকাপে এ নিয়ে বেশ কয়েকটি অঘটন দেখল ফুটবল ভক্তরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence