দ্বিতীয় ম্যাচে জাতীয় সঙ্গীত গাইলো ইরানি খেলোয়াড়রা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১০:০২ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২২, ১০:০২ PM
ইরানে হিজাববিরোধী আন্দোলনের সমর্থনে দেশটির জাতীয় দলের ফুটবলাররা চলতি কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতে সুর মেলায়নি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তারা নিজেদের জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকলেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষের খেলায় সে ধারা থেকে বের হয়েছে দলটি। তারা আবারও ফিরলেন জাতীয় সঙ্গীতে। আজকের নাটকীয় ম্যাচে তারা অবশ্য জয় পেয়েছে ০-২ গোলে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইরানের অধিনায়ক এহসান হাজসাফি বলেছিলেন, 'আমাদের মেনে নিতে হবে যে আমাদের দেশের পরিস্থিতি উপযুক্ত নয় এবং আমাদের জনগণ খুশি নয়। আমরা (সেই পরিস্থিতি) অস্বীকার করতে পারি না, আমাদের দেশের অবস্থা যে ভালো নয়। খেলোয়াড়রাও এটা জানে।'
আরও পড়ুন: হিজাববিরোধী আন্দোলনের সমর্থনে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানি খেলোয়াড়রা
গ্রিক ক্লাব এইকে এথেন্সের এই ফুলব্যাক সেসময় প্রতিবাদকারীদের প্রতি সমর্থন জানানোর ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন, 'আমরা এখানে আছি। কিন্তু তার মানে এই না যে আমরা তাদের (দেশের মানুষের) কণ্ঠ হব না অথবা আমরা তাদের সম্মান করব না। আমাদের যা আছে, তাদের কাছ থেকেই পেয়েছি। আমাদের লড়তে হবে, আমাদের সাধ্যমতো সেরা পারফরম্যান্স করতে হবে, গোল করতে হবে এবং ইরানের সাহসী জনগণকে ফল উপহার দিতে হবে।'
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে হিজাব না পরায় কুর্দি নারী মাশা আমিনি পুলিশের নির্যাতনে মারা যান। এরপর থেকেই ইরানে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। তাতে সমর্থন জানায় ইরানের জাতীয় ফুটবল দল। সরকারের রোষানলে থাকলেও সেই খেলোয়াড়দের নিয়েই বিশ্বকাপ স্কোয়াড গড়া হয়েছে। আর চলতি বিশ্বকাপের 'বি' গ্রুপে ইরান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।