স্টেডিয়াম পরিষ্কার জাপান সমর্থকদের, মন জয় নেটিজেনদের

জার্মানি-জাপানের ম্যাচের পর স্টেডিয়ামের ময়লা পরিচ্ছন্ন করছেন জাপানি সমর্থকেরা।
জার্মানি-জাপানের ম্যাচের পর স্টেডিয়ামের ময়লা পরিচ্ছন্ন করছেন জাপানি সমর্থকেরা।  © সংগৃহীত

জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দেশকে আনন্দ-উল্লাসে ভাসিয়েছেন জাপানি ফুটবলাররা। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে জাপান। প্রশংসায় ভাসছে এশিয়ার জায়ান্টরা। মাঠের খেলায় জাপানের ফুটবলারদের অসামান্য কীর্তি সবার মুখে মুখে। আর মাঠের বাইরে সামাজিক কর্মকাণ্ডে বিশ্ববাসীর মন জয় করছেন জাপানি নাগরিকেরা। মাঠে দেশের অবিশ্বাস্য জয় দেখার পর স্টেডিয়ামে ময়লা পরিচ্ছন্ন করছেন জাপানিরা। তাঁদের এমন কর্মকাণ্ডের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে উল্লাসের পাশাপাশি দোহার খলিফা স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছেন জাপানের শতাধিক সমর্থক। স্টেডিয়ামে দর্শকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, খাবারের বিভিন্ন প্যাকেট সংগ্রহ করে বড় পলিথিনে রাখেন তারা। ময়লার ব্যাগগুলো কাঁধে করে নিয়ে গিয়েছিলেন বাইরেও।

সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার-ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছিলেন তারা। যদিও সেদিন তাদের দল খেলেনি।

জাপানিদের এই স্টেডিয়াম পরিষ্কারের দৃশ্য ভিডিওতে তুলে ধরেন ওমর আল-ফারুক নামের এক বাহরাইনের কনটেন্ট ক্রিয়েটর। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করার পর অন্তত সাড়ে ৬ লাখ মানুষ সেই ভিডিওতে লাইক দিয়েছেন।

আল-ফারুকের সেই ভিডিওতে এক জাপানি দর্শককে বলতে দেখা গেছে, ‘আমরা জাপানিরা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করি। আমাদের নিজেদের দেশ ও খেলার মাঠ আমাদেরই পরিষ্কার করতে হবে। চলুন পরিচ্ছন্নতাকর্মীদের কাজটা সহজ করি।

দ্বিতীয় আরেক ব্যক্তিকে বলতে দেখা গেছে, ‘জাপানিরা এমনভাবে পরিষ্কার করছেন, যেন এটা তাঁদেরই দেশ। তাঁরা যেন বোঝাতে চেয়েছেন, নিজের দেশে ময়লা ফেলবেন না। ফেললেও সেটা পরিষ্কার করে ফেলুন।

আরও পড়ুন: সৌদি গোলকিপারকে ফ্ল্যাট দিতে চান বাংলাদেশি মেয়র

ওমর আল ফারুক তাদের কাজ দেখে ও কথা শুনে নিজেই অনুপ্রাণিত হয়ে তাদের সঙ্গে মহৎ এই কাজে নেমে পড়েন। 

তবে শুধু এবারই নয়, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছিল জাপানের ফুটবল সমর্থকরা। তাদের এমন উদ্যোগ সেবারই নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence