রোনালদোর নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা করলো পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

আগামী ২১শে নভেম্বর শুরু হতে যাচ্ছে ফুটবলের মহারণ কাতার বিশ্বকাপ। এক সপ্তাহ আগেই সব দেশকে স্কোয়াড ঘোষণার সময় বেঁধে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরই মধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ অনেক দল।

এরই মধ্যেই ঘোষিত হলো পর্তুগালের এবারের বিশ্বকাপের দল। এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ঠিক প্রথম পছন্দ না হলেও বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ফার্নান্দো সান্তোস।

দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী আন্তোনিও সিলভা ও ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপেও। তবে সান্তোসের দলে জায়গা হয়নি বিশ্বকাপে নজরকাড়া তরুণ মিডফিল্ডার রেনাতো সানচেসের। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন লিভারপুলের ফরোয়ার্ড ডিয়গো জোটা।

আরও পড়ুন: আনিসুল হককে নিয়ে এইচএসসিতে বিতর্কিত প্রশ্ন, তদন্তে কমিটি।

বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক : দিয়োগো কস্তা, রুই পাত্রিসিও, জোসে সা।

ডিফেন্ডার : দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, আন্তনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গেরেইরো।

মিডফিল্ডার : রুবেন নেভেস, জোয়াও পালিয়ানিয়া, ওতাভিও, জোয়াও মারিও, মাথিউস নুনেস, বের্নার্দো সিলভা।

ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, রিকার্দো হোর্তা, গোনসালো রামোস, আন্দ্রে সিলভা।

New Project (1)

গ্রুপ এইচ-এ আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পর্তুগাল। এরপর উরুগুয়ের সঙ্গে পর্তুগালের ম্যাচ ২৮ নভেম্বর, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২ ডিসেম্বর।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence