ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তান-নিউজিল্যান্ড, চোখ রাঙাচ্ছে বৃষ্টি

আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড
আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড  © ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে কোন দল দেশে ফেরার বিমান ধরবে, সেটা নির্ধারণ হবে আজকের সেমিফাইনালে। বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে খেলাটি। সেমিফাইনাল জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে কে খেলবে, সন্ধ্যার মধ্যেই তা জানা যাবে। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের আট আসরের মধ্যে ষষ্ঠবারের মতো সেমিফাইনাল খেলবে পাকিস্তান।

প্রথম দুই আসরে ফাইনাল খেলে পাকিস্তান শিরোপা জিতেছে একবার। নিউজিল্যান্ড কিছুটা পিছিয়ে, তিনবার সেমিতে ও একবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পারেনি। দুটি ওয়ানডে এবং একটি টি২০ বিশ্বকাপের ফাইনালে হারা কিউইরা এবার শিরোপার দাবিদার। আবার পাকিস্তান ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘটালে অবাক হওয়ার কিছু নেই।

বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনাল এবং ফাইনাল খেলার মতো দল। যদিও এবারের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো করতে পারেনি। ভারত আর জিম্বাবুয়ের কাছে হেরে বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল। অনেকটা ভাগ্যের ছোঁয়ায় সেমিফাইনাল খেলা। দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হেরে পাকিস্তানকে সুযোগ করে দিয়েছে। বাংলাদেশকে হারিয়ে সিডনির টিকিট কেটেছে তারা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সোজা হয়ে দাঁড়ালে পাকিস্তানকে ঠেকানো কঠিন।

আরো পড়ুন: আইপিএলের প্রতি ম্যাচে ৩ উইকেট পাবে তাসকিন: আকাশ চোপড়া

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির কোচ ম্যাথু হেইডেনকে জিজ্ঞেস করা হলে রোমাঞ্চিত হন তিনি। পাকিস্তানের অস্ট্রেলিয়ান কোচের কথায় বোঝা গেল, তিনিও চান ভালো কিছু হোক।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড বেশ ভালো। ২৮ বারের দেখায় ১৭টি ম্যাচে জিতেছেন বাবর-রিজওয়ানরা। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন পাকিস্তান। নিউজিল্যান্ডকে হারিয়েই জিতেছে দলটি। খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিফাইনালে উঠলেও সিডনির আজকের ম্যাচে ফেভারিটের তকমা পাকিস্তানের।

গ্রুপ ও নকআউট ম্যাচ মিলিয়ে দুই দলের ছয় দেখায় চারবার জিতেছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের হারিয়েই ভারতের বিপক্ষে ফাইনাল খেলেছিলেন মিসবাহ উল হকরা। সব পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে গেলেও নার্ভ ধরে রেখে তিন বিভাগে ভালো খেলা দলই জেতে। ২০১৫ সাল থেকে যেটা করে দেখাচ্ছে নিউজিল্যান্ড।

সিডনিতে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আয়োজকরা আশা করছেন ৪০ ওভারের খেলাই হবে। কার্টেল ওভারের ম্যাচ হলে আইসিসির নিয়ম অনুযায়ী ন্যূনতম ১০ ওভারের ইনিংস হবে। ২০ ওভারের ম্যাচ হতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence