ইতিহাস গড়ে সাফে চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা

 নারী সাফ চ্যাম্পিয়নশি
নারী সাফ চ্যাম্পিয়নশি  © সংগৃহীত

দুর্দান্ত ফুটবল খেলে নেপালের হৃদয় ভেঙে ১৯ বছর পর বাংলাদেশকে শিরোপা এনে দিল মেয়েরা। দীর্ঘদিনের বিরতির পর অবশেষে মেয়েদের হাত ধরে এলো সাফের শিরোপা। মাঠে নেমেই নেপালকে চাপে ফেলেছিলেন বাংলার মেয়েরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে মাত্র ১৩ মিনিটের মাথায় গোল দিয়েছেন শামসুন্নাহার।

বিরতির আগে, বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র এবং কৃষ্ণা রানী সরকারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বিরতির পর গোল হজম। তাতে স্বপ্নভঙ্গের শঙ্কা ভর করে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে কৃষ্ণা রানী সরকারের দ্বিতীয় গোলে সে শঙ্কা কিছুটা হলেও কমেছে বাংলাদেশের। শেষ বাঁশির কিছু আগে বাংলাদেশ এগিয়ে গেল ৩-১ গোলে। 

প্রচুর বৃষ্টিতে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের মাঠ কাদায় ছুপছুপ। যে মাঠে ভালো ফুটবল খেলা কঠিন। এই প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের মেয়েরা দারুণ ফুটবল খেলে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

১৪ মিনিটে বদলি খেলোয়াড় শামসুন্নাহার করেন প্রথম গোল। ব্যাথা পেয়ে ১০ মিনিটে সিরাত জাহান স্বপ্না মাঠের বাইরে চলে গেলে তার পরিবর্তে কোচ গোলাম রব্বানী ছোটন মাঠে নামান শামসুন্নাহারকে।

আরও পড়ুন: সামাজিক মাধ্যমেই কেন টাইগারদের অবসরের ঘোষণা

আগের ম্যাচে স্বপ্না ব্যথা পেয়ে মাঠ ত্যাগ করলে কোচ মাঠে নামিয়েছিলেন রিতুপর্ণা চাকমাকে। কিন্তু ফাইনালে কোচ কৌশল পরিবর্তন করে মাঠে নামান শামসুন্নাহারকে। সেই শামসুন্নাহারই হয়ে গেলে সুপার সাব। মনিকা চাকমার পাশ থকে দারুন প্লেসিংয়ে ১৪তম মিনিটে গোল করেন তিনি।

ফাইনালে শিরোপা লড়াইয়ে এসে শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন বাংলাদেশের মেয়েরাই। পুরো ম্যাচে উপভোগ্য ফুটবল উপহার দিয়েছে দুই দলই; কিন্তু গোলের খেলায় সাবিনাদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক নেপাল। শেষ পর্যন্ত ৩-১ গোলে তাদেরকে হারিয়েই নারী ফুটবলে ইতিহাস গড়লো বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ