ফার্স্ট নয়, আত্মহত্যা করা হলিক্রস ছাত্রী ৩২তম ছিলেন

২৪ আগস্ট ২০২২, ০৮:৫১ PM
হলিক্রস কলেজ

হলিক্রস কলেজ © সংগৃহীত

রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা তার ক্লাসে ফার্স্ট গার্ল নয়, বরং ২৭তম ছিলেন বলে জানিয়েছেন কলেজটির সিনিয়র সিনিয়র শিক্ষক শিখা রায়।

বুধবার (২৪ আগস্ট) কলেজের অধ্যক্ষের পক্ষে গণমাধ্যমকর্মী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন সিনিয়র শিক্ষক শিখা রায়। এ সময় তিনি দাবি করেন পারপিতার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন সঠিক নয়।

তিনি জানান, ‘যে ঘটনা ঘটেছে, সেটা আসলেই দুঃখজনক। তবে গণমাধ্যমে বলা হচ্ছে ফাইহা নবম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিল, যা সঠিক নয়। সে হলিক্রস কলেজে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। সপ্তম শ্রেণির পরীক্ষায় সে ২৭তম স্থান অর্জন করে। এরপর করোনার কারণে আমরা সব পরীক্ষা নিইনি। অষ্টম শ্রেণিতে সে পরীক্ষায় ৩২তম স্থান করে। সে প্রথম স্থানে কখনোই আসেনি।’

তিনি আরও জানান, ‘যে অভিযোগটি উঠেছে, তা আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে পারপিতার একাধিক সহপাঠী অভিযোগ করেছেন, ‘উচ্চতর গণিতে ফেল করার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন পারপিতা। এ বছর প্রথম সাময়িক পরীক্ষায় উচ্চতর গণিতে সি ও ডি শাখার ১০২ জনের মধ্যে ৩৫ জন ফেল করেছে। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করেছে ৫৫ জন। দুই পরীক্ষায়ই পারপিতা ফেল করে। কারণ সে গণিত শিক্ষক শোভন রোজারিওর কাছে প্রাইভেট পড়েনি।’

তবে এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শোভন রোজারিওকে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি।  

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ছাত্রীর পরিবার মরদেহ দাফন করতে গ্রামের বাড়ি নোয়াখালী গেছে। 

আরও পড়ুন : বিয়ের ভয়ে পালিয়ে সেই বিয়েই করলেন সুকন্যা

এদিকে পারপিতা ফাইহার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) একটি তদন্ত কমিটি গঠন করেছে। ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ্ মো. আজমতগীর এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ‘হলিক্রস কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ডিআইএর উপ-পরিচালক ড. রেহানা খাতুনকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন শিক্ষা পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।’

এর আগে, রাজধানীর মঙ্গলবার বিকালে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়েন নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা (১৪)। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। সে সময় অভিযোগ উঠে পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছেন পারপিতা। 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9