নতুনভাবে শিক্ষার্থীবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৫ PM
শিক্ষাব্যবস্থায় সংস্কার হয়েছে এবং সেটির অনুমোদনও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী জানান, নতুন এ সংস্কারে মুখস্ত করার প্রবণতাকে কমিয়ে শিক্ষাকে করা হবে আনন্দময়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উপর থেকে পড়ার বোঝা কমানো হবে এবং তারা যেন নিজেরা নিজেদের কাজ করতে পারে সে সুযোগ দেওয়া হবে। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করার ব্যবস্থা করা হবে। ক্লাস থ্রি পর্যন্ত থাকছে না কোন পরীক্ষা।
শিক্ষামন্ত্রী আরও জানান, প্রস্তাবিত এ শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে শিক্ষার্থীদের বিভাজন না করে আমরা কারিগরি শিক্ষার প্রাধান্য দেব। ২০২৩ সাল থেকে এটি কার্যকর হবে। এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর এবং এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে একাদশ-দ্বাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফলের যোগফলে।