সিসি ক্যামেরার আওতায় কালীগঞ্জে এসএসসি’র সকল পরীক্ষা কেন্দ্র

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫২ PM

© সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জের এসএসসি পরীক্ষার সকল কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবারই সর্বপ্রথম উপজেলার সব কেন্দ্রের সকল কক্ষে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮টি মাধ্যমিক ও দুটি দাখিল কেন্দ্রসহ মোট ১০টি কেন্দ্র রয়েছে। এ বছর কালীগঞ্জ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৩৬৯ জন, দাখিল পরীক্ষায় ৭১৫ জন এবং ভোকেশনালে ২৪২ জন পরীক্ষার্থী।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জের ১০টি পরীক্ষা কেন্দ্রের সব কক্ষে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নকল প্রতিরোধসহ পরীক্ষায় ডিউটিরত শিক্ষক ও কেন্দ্র সচিবরা কে কী করছেন তা সিসি ক্যামরায় পর্যবেক্ষণ করা যাবে।’

কালীগঞ্জ মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হুদা টিপু বলেন, পরীক্ষা শুরুর আগ থেকে কালীগঞ্জের মোট ১০টি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এটাই সর্বপ্রথম সিসি ক্যামেরায় আওতায় পরীক্ষার্থীরা পরীক্ষা হচ্ছে। এতে নকল প্রতিরোধসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্রসচিবদের কর্মকাণ্ড সহজেই পর্যবেক্ষণ করা যাচ্ছে।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬