বিজ্ঞান জাদুঘরে ডেঙ্গু ও দূষণের বিরুদ্ধে সচেতন থাকার আহবান

  © টিডিসি ফটো

দেশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শনিবার (৩ আগস্ট) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করেছেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার প্রসারের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের এ পরিদর্শনের আমন্ত্রণ জানায় জাদুঘর কর্তৃপক্ষ।

রাজধানীর মাইলেস্টোন স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমস এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী রাজধানীর আগারগাঁয়ের বিজ্ঞান জাদুঘরে ভিড় করেন। প্রত্যেককে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে উপহার সামগ্রীও দেয়া হয়।

পরিদর্শনশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সততা ও শুদ্ধ চর্চা এবং টিভি-মোবাইলের আসক্তিমুক্ত থাকলে জীবন সুন্দর ও সফল হয়। ফাস্ট ফুড ও জাঙ্কফুড এবং প্লাষ্টিক ও পলিথিন মুক্ত থাকলে সুস্থ’ জীবন নিশ্চিত। একই সঙ্গে ডেঙ্গু থেকে বাঁচতে নিজে ও চারপাশকে পরিচ্ছন্ন রাখতে হবে।

নবম থেকে একাদশ শ্রেণীর তরুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুনীর চৌধুরী বললেন, জ্ঞান বিজ্ঞান চর্চা করে তোমরা বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক ও প্রকৌশলী হবে। কিন্তু তোমরা যদি পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতন না হও এবং সততা অনুশীলন না করো তবে তোমাদের মেধা ও সৃজনশীলতা ভঙ্গুর হয়ে যাবে। হিরোশিমা-নাগাসাকির আনবিক বোমার ধ্বংস যজ্ঞের মত তিলেতিলে ক্ষয়ে যাবে। তাই সুন্দর জীবন গড়ার শর্ত হলো- পড়াশোনায় গভীর মনোযোগ, নৈতিকতার অনুশীলন, জ্ঞান-বিজ্ঞান চর্চা, পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং চারপাশের পরিবেশ রক্ষা। বিজ্ঞানের উদ্ভাবন দিয়ে বাংলাদেশের মানচিত্রকে পৃথিবীর বুকে সম্মানজনক স্থান দিতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence