ভুলপ্রশ্নের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৭ PM
ডা. দীপু  মনি

ডা. দীপু মনি

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও বিতরণসহ সব অভিযোগ ও গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ভুল ও অসঙ্গতি বিষয়ে যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস রোধে যা যা করা প্রয়োজন সব করা হচ্ছে। আশা করি, আর প্রশ্নফাঁস হবে না। 

রবিবার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

প্রসঙ্গত, চলতি এসএসসি পরীক্ষায় শনিবার প্রথম দিন বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষায় দেশের বিভিন্ন জেলায় ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ আসে। এতে পরীক্ষার্থী ও অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে দীপু মনি বলেন, অভিযোগের বিষয় সম্পর্কে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রশ্নফাঁস বন্ধে কঠোর নজরদারি রয়েছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর কোনও শিক্ষার্থী হল থেকে বের হতে চাইলে, প্রশ্নপত্র রেখে বের হতে হবে। মূলত, পরীক্ষা শুরুর পর অনলাইনে প্রশ্নপত্র ছড়িয়ে পড়া বন্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রশ্নফাঁস বন্ধে মিডিয়া ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬